রাজধানীর মিরপুর এলাকা থেকে নারীসহ সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাত আটটার দিকে মিরপুর ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড এবং প্রতারণার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিতেন। এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিতেন বলে জানা গেছে। সম্প্রতি এক ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুক্রবার অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মনিরুল ইসলামের সঙ্গে এক নারীও উপস্থিত ছিলেন। তাদের আচরণ এবং অবস্থান ঘিরে সন্দেহ দেখা দিলে দুজনকেই আটক করা হয়। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, আটক নারীকে তিনি প্রতারণার কাজে ব্যবহার করতেন এবং মাঝে মধ্যেই তাকে ব্যবহার করে নানা ধরনের সুবিধা আদায় করতেন। পুলিশের এক কর্মকর্তা জানান, মনিরুল ...